ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ : *** রাতে বার্সেলোনার মুখোমুখি অ্যাথলেটিকো মাদ্রিদ *** করোনায় ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৮৫ *** যুক্তরাজ্যের লাল তালিকায় বাংলাদেশ *** দেশে ভারতীয় করোনার উপসর্গ শনাক্ত *** ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ *** কবিগুরুর ১৬০তম জন্মজয়ন্তী আজ ।

রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে প্রসাব

রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে প্রসাব 

ভারতের রাজস্থানে বিজেপির এক মন্ত্রীর রাস্তার পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে প্রসাব করার ছবি ভাইরাল হয়েছে।
এমন একটি সময় তিনি এ কাণ্ডটি করলেন, যখন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ মোদি পরিচ্ছন্ন ভারত অভিযানের জন্য বিপুল অর্থ খরচ করছেন।

রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী কালিচরণ সরফ পিঙ্ক সিটি নামে খ্যাত জয়পুরের একটি সড়কে গাড়ি থামিয়ে দেয়ালের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছেন।
স্বচ্ছ ভারত অভিযানের শীর্ষ স্থান পেতে জয়পুর সিটি কর্পোরেশন যখন কঠিন পরিশ্রম করে যাচ্ছে, তখনই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এ কাজটি করলেন। আইন অনুযায়ী, রাস্তায় প্রস্রাব করলে ২০০ রুপি জরিমানার দণ্ড হওয়ার কথা।


ঘটনার বিষয়ে এক প্রতিক্রিয়ায় রাজস্থান কংগ্রেসের সহসভাপতি অর্চনা শর্মা বলেন, স্বচ্ছ ভারতের জন্য কত অর্থ খরচ করা হচ্ছে, তখন এ ধরনের নেতারা ‘লজ্জাজনক’ কাজ করে ভুলবার্তা দিচ্ছেন।

No comments

Featured Post

১৬৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি নামিবিয়ার

  নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা শুরুটা করেছিল বড় দলের মতো করেই। কিন্তু শেষ ৫ ওভারে নামিবিয়া বুঝিয়ে দিল, বিনাযুদ্ধে তারা ছাড়বে না ‘সূচ্যগ্র মেদ...

Powered by Blogger.