ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ : *** রাতে বার্সেলোনার মুখোমুখি অ্যাথলেটিকো মাদ্রিদ *** করোনায় ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৮৫ *** যুক্তরাজ্যের লাল তালিকায় বাংলাদেশ *** দেশে ভারতীয় করোনার উপসর্গ শনাক্ত *** ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ *** কবিগুরুর ১৬০তম জন্মজয়ন্তী আজ ।

কীভাবে বুঝবেন, আপনার স্মৃতিভ্রম দেখা দিচ্ছে?

কীভাবে বুঝবেন, আপনার স্মৃতিভ্রম দেখা দিচ্ছে?

বিভিন্ন কারণে আমাদের মধ্যে স্মৃতিভ্রম দেখা দেয়। যেকোনও বয়সেই এই অসুখ দেখা দিতে পারে। কিন্তু কীভাবে বুঝবেন যে আপনার মধ্যে স্মৃতিভ্রম দেখা দিচ্ছে? জেনে নিন লক্ষণগুলি

১) কোনও কিছু মনে না করতে পারা স্মৃতিভ্রমের লক্ষণ। খুব কম সময়ের মধ্যেই কোনও কিছু ভুলে গেলে তা আরও প্রকট হতে পারে। খেয়াল রাখবেন, খুব পুরনো কোনও কিছু নয়, এমনকী ব্রেকফাস্টে কী খেয়েছেন, তাও যদি মনে করতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনি স্মৃতিভ্রম রোগে আক্রান্ত।
২) স্মৃতিভ্রমের আর একটি লক্ষণ হল, অনেক সময়েই আমরা কোনও একটি শব্দ বা কথা মনে করতে পারি না, কিংবা কোনও কিছু বোঝাতে গিয়ে সঠিক শব্দটি কিছুতেই মনে করতে পারি না। এমন হলে বুঝতে হবে আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়েছে।
৩) হঠাৎ হঠাৎ মুড বদলে যাওয়াও স্মৃতিভ্রমের অন্যতম লক্ষণ। হঠাত্‌ যদি কোনও ব্যক্তি হতাশা হয়ে পড়েন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি স্মৃতিভ্রমে আক্রান্ত।
৪) পছন্দের বিষয়, পছন্দের জিনিস, খেলা, মজায় আগ্রহ হারিয়ে ফেলা, বন্ধু কিংবা পরিবারের লোকেদের সঙ্গে সময় কাটানোয় অনিচ্ছা বোধ করলে বুঝতে হবে সেই ব্যক্তির মধ্যে স্মৃতিভ্রম গ্রাস করেছে।
৫) স্মৃতিভ্রমে আক্রান্ত ব্যক্তি খুব সহজ এবং সাধারণ কাজও শেষ করতে অনেক সময় নেন। যেমন পরিবারের কোনও কাজ কিংবা রুটিং মেনে চলা।
৫) স্মৃতিভ্রমে আক্রান্ত ব্যক্তি খুব সহজ এবং সাধারণ কাজও শেষ করতে অনেক সময় নেন। যেমন পরিবারের কোনও কাজ কিংবা রুটিং মেনে চলা।
৬) এই রোগে আক্রান্ত ব্যক্তিরা বেশিরভাগ সময়েই কনফিউশনে ভোগেন। যেমন, কোনও কিছু মনে করা, কিছু বিচার বিবেচনা করার সময়ে কনফিউশন দেখা দেয়।
৭) স্মৃতিভ্রমে আক্রান্ত ব্যক্তি একই কাজ বারবার করতে থাকেন। কারণ তার মনেই থাকেন না, যে তিনি সেই কাজটি আগেই করে ফেলেছেন।
আপনার কিংবা আপনার প্রিয়জনের মধ্যে যদি আপনি এই লক্ষণগুলি দেখতে পান, তাহলে অবশ্যই তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

1 comment:

Featured Post

১৬৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি নামিবিয়ার

  নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা শুরুটা করেছিল বড় দলের মতো করেই। কিন্তু শেষ ৫ ওভারে নামিবিয়া বুঝিয়ে দিল, বিনাযুদ্ধে তারা ছাড়বে না ‘সূচ্যগ্র মেদ...

Powered by Blogger.