ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ : *** রাতে বার্সেলোনার মুখোমুখি অ্যাথলেটিকো মাদ্রিদ *** করোনায় ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৮৫ *** যুক্তরাজ্যের লাল তালিকায় বাংলাদেশ *** দেশে ভারতীয় করোনার উপসর্গ শনাক্ত *** ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ *** কবিগুরুর ১৬০তম জন্মজয়ন্তী আজ ।

বাংলাদেশকে হারিয়ে শিরপা জিতল ভারত


বাংলাদেশকে হারিয়ে শিরপা জিতল ভারত

জয়ের পুনরাবৃত্তি হলো নাগতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে - গোলে হারিয়েছে ভারত।  প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয় ২০১৭ সালে।  সেবার স্বাগতিক বাংলাদেশ ভারতকে হারিয়ে শিরোপা জয় করেছিল
গত আসরের মতো এবারও ফাইনালে উঠেছিল দুই দলআসরের শুরু থেকেই ফেবারিট হিসেবে খেলে আসা লাল-সবুজরা আজ শনিবারও বীরের বেশে খেলেছে।  তবে ৬৬ মিনিটে সুনীতা মুন্ডার গোলে এগিয়ে যাওয়া ভারতীয়রা শেষ পর্যন্ত শিরোপা নিজেদের করে নিয়েছে।  

থিম্পুর চাংলিমিংথা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে - গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ দলভারতের হয়ে জয়সূচক গোলটি করেছেন সুনিতা মুন্ডা
পাকিস্তানকে ১৪- গোলে বির্ধ্বস্ত করে উড়ন্ত সূচনার পর নেপালকে - গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল উঠে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরাশেষ চারের লড়াইয়ে স্বাগতিক ভুটানকে - গোলে উড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মারিয়া-তহুরারা
ফাইনালেও শক্তিশালী ভারতের সঙ্গে সমানতালেই লড়েছে বাংলাদেশের মেয়েরাঅবশ্য কয়েকবার ভারতের রক্ষণে হানা দিলেও গোল পায়নি মারিয়া-তহুরারাআগের তিন ম্যাচে দুর্দান্ত খেলা তহুরা শামসুন্নাহারদের পায়ে এখনও সেই ঝলকের দেখা মেলেনি
গত বছরের ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল ছোটন কন্যারাঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে - গোলে হারিয়ে শিরোপা জিতেছিল লাল সবুজের জার্সিধারীরাবছর না ঘুরতেই আবারও দক্ষিণ এশিয়ার বয়স ভিত্তিক নারী ফুটবলের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

No comments

Featured Post

১৬৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি নামিবিয়ার

  নামিবিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা শুরুটা করেছিল বড় দলের মতো করেই। কিন্তু শেষ ৫ ওভারে নামিবিয়া বুঝিয়ে দিল, বিনাযুদ্ধে তারা ছাড়বে না ‘সূচ্যগ্র মেদ...

Powered by Blogger.